তোমার চোখে দেখলে জল
- আরিফুল হক দ্বীপ
তোমার চোখে দেখলে জল
আমি বিক্ষিপ্ত অন্ধকারে সূঁচভরা পথে হাঁটি
পায়ের তলায় থাকেনা আর কোমল আদুরে মাটি।
তোমার চোখে দেখলে জল
হিমালয়ের মধ্যপ্রান্তরে হঠাৎ ফসকে পা,ক্ষত বিক্ষত
দেহ
শ্মশানে পুড়ে মাংসপিন্ড,কান্না শুনে না কেহ।
তোমার চোখে দেখলে জল
নীল আকাশ দৈবাৎ দেখি ভরে গেছে শ্রাবণ,
নিরন্তর দাপুটে বজ্র হানে আমার ভিতর মন।
তোমার চোখে দেখলে জল
শিশির আসেনা রাতে স্নান করাতে ঘাসের শরীর,
সন্ধ্যায় শ্রান্ত পাখিরা পায়না খুঁজে যেন নীড়।
তোমার চোখে দেখলে জল
পাহাড় কাঁদে সারাদিন,চঞ্চলা নদী শোকে মরুতে
মেশে,
আমিও কাঁদি,কেন কাঁদালেম তোমায় ভালোবেসে।
৩০/৬/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।