নূপুরের সুর
- আরিফুল হক দ্বীপ
পা বাড়াও-
দেখি আর একবার সোনার পা যুগল,
পড়িয়ে দিলাম এই নূপুর;
খুলনাকো খুলনাকো,
কেউ যদি কভু করে অনুরোধ।
এই স্মৃতিটুকু রেখো যতনে পায়।
কিছু চাইবো না আর
শুধু হেঁটে যেও একবার,
আমার সমাধির পাশে
পাবো তোমায় সেই সুরে আমায় ভালোবাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।