নষ্ট ফুল
- আরিফুল হক দ্বীপ
ছিঁড়ে নিয়ে গেছে তার কুসুম
সঞ্চিত মধু।
উপড়ে গেছে শিকড়-
ধূসর পল্লবে,
আঁধারে কাটে জীবন।
মরা বৃক্ষের মরা ফুলে তার
তবু আসে কতক-
পাখি,মৌমাছি
তৃষ্ণায় হয়ে কাতর
গিলে খায় সে নষ্ট ফুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।