কৃষ্ণচূড়া
- সৌম্যকান্তি চক্রবর্তী

কৃষ্ণচূড়ার রঙ লেগেছে
মনের গভীর কোণে -
তাইতো ভাবি তোমায়
এত পড়ছে কেন মনে ?

কৃষ্ণচূড়া লাল রঙেতে
ভরিয়েছে বসন্ত -
আমার মনের কষ্ট
কেন ভরায় হৃদয় দিগন্ত !

কৃষ্ণচূড়া তোমার রঙে
ছড়ায় কত আলো !
আমার ছোট্ট অণু যে নেই
লাগছে না তাই ভালো !

কৃষ্ণচুড়া তুমি আমায়
করতে পারোনি সুখী -
মনের দুঃখ কষ্টটাকে
কেমনে চেপে রাখি !

কৃষ্ণচূড়া আমার প্রিয়
মেয়েকে এনে দাও !
তোমার খুশির রঙের আলো
আমার মনে ও ছড়াও !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।