যে জীবন আঁধারে
- আরিফুল হক দ্বীপ

বালিকার কান্না থামেনা আজ,
ঝরে অঝরধারায়-
চারদিকে ঘুটঘুটে আঁধার,
দিনে ও রাত্তিরে সমান
দম বন্ধ হয়ে আসা জীবন।
কোথায় তার ঘুড়ি উড়োনো সেই বিকেল
দিগন্তজোড়া বৌছি কানামাছির মাঠ?
কোথায় আছে পড়ে তার-
স্কুল পালানো সেই দুপুর?
নিয়তির হিংস্র দংশনে
নিতান্তই তুচ্ছ আজ জীবন,
ডাস্টবিনের মতন-
কিংবা নেড়ী কুকুর।
পড়ে আছে অবহেলায়,
ফূর্তিবাজদের রসের খাবার,শরীরে-
মালাই,সন্দেশ,কোপ্তার আয়োজন।
যে চোখ দেখবেনা এখন স্বপ্ন সংসারের,
ভালোবাসার মানুষ,
সন্তান,মাতৃত্বের সুখ।
হৃদয়ের রংধনু বাসনা যত-
ঝরাপাতার মতন গেছে মরে।
ফুটপাতের ধুলোর মতো কিংবা
সিগারেটের ছাইয়ের-
মতোই তার জীবন।
সজল আঁখিদুটোতে বালিকার-
আজ কেবলই এক সমুদ্দুর দুখ।।
-১০/৩/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।