এপার ওপার
- আরিফুল হক দ্বীপ
যদি দেখা হয় আবার
তোমার আমার,
মধ্যিখানে নদীর বাঁধন
ধেয়ে আসে প্রলয়ঙ্করী ঝড়,
বিপদসংকেত নয়নম্বর;
ছেড়ে দেবো হাল?
শেষবারের মতো দেখা হোক তবু-
দুজনার মধ্যনদী বুকে,
দেখা হোক তবু আমাদের
মরণেরও কাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।