পতিতার দুঃখ
- আরিফুল হক দ্বীপ
আমারও সাধ জাগতো মনে,
লাল বেনারসী পড়ে
নতুন বধূ সেজে-
শশুর বাড়ীতে যাবো।
আর বাসরে
ফুলের পালঙ্কে বসে থেকে,
স্বামীর অপেক্ষায় রবো,
সংসার করবো।
ভোর হলে-
প্রিয়তমকে জাগিয়ে দিয়ে
মনের কথা বলবো।
আমারও সাধ জাগতো মনে
তার হাত ধরে-
সমুদ্র দেখতে যাবো,
চাঁদের রাতে বসবো দুজনে
উঠোনে
জ্যেৎস্নার রং মাখবো।
আমারও সাধ জাগতো মনে,
বাড়ীর সেরা বউটি হবো
মমতাময়ী মা হবো,
আমার কোলে সোনামুখ
গান গেয়ে তারে ঘুম পাড়াবো।
এখন আর জাগেনা সাধ মনে
চারদিকে আমার শুধুই আঁধার,
নরকের গুহায়-
শিকলে বাঁধা পা যুগল।
দেখতে পারি না আলো,
দুখের বালুচরে আজ কাটে জীবন।
-১৪/৩/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।