এলোমেলো ইচ্ছেগুলো
- আরিফুল হক দ্বীপ

ইচ্ছে হয়-
তোমার খোঁপার বেলী ফুল হয়ে-
কাটিয়ে দিতে অবশিষ্ট জীবন।
কিংবা রোজ স্নানঘরে তোমার যাই,
শ্যম্পু, কন্ডিশনার তোমার চুলের হই।
সমস্ত দিন-
তোমার বক্ষদেশে চুম্বনরত
কোন অন্তর্বাস হই।
অথবা বৃষ্টির রাতে-
আদরে জড়িয়ে রাখা গায়ে কোন কাঁথা হই।
ইচ্ছে হয়-
তোমার কথা হই,
শ্বাসপ্রশ্বাস, হৃদস্পন্দন হই।
কিংবা চৈত্র্য দিনে ঘাম মুছার-
শাদা ন্যপকিন হই।
ছায়াবতী বট,অশ্বথ হই।।
৬/৩/১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।