কাপুরুষ
- আরিফুল হক দ্বীপ
সরল বিশ্বাসে তুমি দিয়েছো তোমাকে,
আমার হাতে তোমার ষোল বসন্তের ঐশ্বর্য।
ভেঙেছি আমি বিশ্বাস,
তছনছ করেছি তোমার কোমল ভালোবাসাকে।
তোমাকে করেছি ভোগ নিজের মতো-
যেন রাত্তিরে কোন বেশ্যাপাড়ায় দেহপসারিনীর মতো
শয্যাসঙ্গিনী হয়েছিলে তুমি আমার।
আশায় ছিলে তুমি,
এই ছোঁয়া মিথ্যে হতে পারে না,
পিঠের আদুলে নখের খামচি-
নয় কোন অভিনয়,মিছে সিনেমার মতো।
ঠোঁটের উষ্ণ আলিঙন,বুকের উপত্যকা-
হ্রদ নালা সবই দিয়েছিলে তোমার হতে শুধু।
হতে পারি নি প্রেমিক তোমার,
বিশ্বাস করেছি খুন,সেজেছি আজ কাপুরুষ,
ক্ষমা নেই আমার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।