অন্বেষণ
- আরিফুল হক দ্বীপ
তোমার স্থূল কোমল ওষ্ঠ দেখে যার-
বিনিদ্র কাটে সময়;
পড়েছে চোখের নিচে কালি।
তোমার ডাগর চোখের মায়া দেখে যার-
হাতে উঠেছে আজ রংতুলি,
আমি সেই পাগল,
তোমাকে পাওয়ার করে যাই অন্বেষণ।
তোমার নখের,আঙুলের পেতে স্পর্শ-
দুরন্ত ঝড়ে এ মোর যৌবন।
চিবুকের তিল,হলুদ কামিজের ভিতর-
তোমার স্তনের জমিনে,
ডুবে থাকি হঠাৎ ঘুমিয়ে গেলে-
বালিশে,দেখি স্বপনে।
জেগে ওঠে বুকে তৃষ্ণা,
ধমনী শিরা উপশিরায়-
তোমাকে পাওয়ার আকুলতায়।
জোয়ার খেলে দেখি,নিতম্বের সিন্ধুতে,
ভেসে ওঠে বাঁকা তরঙ্গ,
পারি না ঘুমোতে।
..............................................
আমি এক পাগল,
তোমাকে পাওয়ার করে যাই অন্বেষণ।।
৬/৩/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।