গরীবের বাসর
- আরিফুল হক দ্বীপ

যে মেয়েরে নিয়ে এলো আজ বাসরের ঘরে,
নেই ফুল ফানুসের বিলাসীতা
নেই চাকচিক্য ঘরে।
কাঁপে ঘর বাতাসে,
কপাটে ভাঙা খিল।
ডাকে শেয়াল ঝোপঝাড়ে-
কখনবা ঢুকে পড়ে।
নববধূ কাঁদে না আর,
রেখে এসেছে জল বাড়ির চৌকাঠে।
লজ্জায় নত বর-
দিয়েছে ঠাঁই কোথায় সোনার প্রতিমারে।
ভাঙা বেড়া গলে উঁকি মারে চাঁদ,
কিচ্ছু চায় না আর,গরীবের ঘর-
মিটেছে তার স্বাদ।
মুখেতে দেখে হাসি,অবাক পতি,
'কী দিয়েছি তোমায় কন্যা-
মুখে তোমার আলো।'
'এই যে চাঁদ এলো ঘরে
বাসতে মোদের ভালো।'
২/৩/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।