বাংলার বধূ
- আরিফুল হক দ্বীপ

মেঠো আ'ল ধরে দুপুরের রোদে-
হেঁটে চলেছে বধূ,
মাথায় গামছা মোড়ানো ভাতের ডিশ
হাতে গেলাশ,জলের ঘটি,
চলেছে মাঠে বধূ।
যেখানে প্রিয় তার ঝরিয়ে ঘাম
ক্লিষ্ট ক্ষুধায়-
আছে বসে প্রিয়ার অপেক্ষায়।
ঐ যে আসছে বাংলার বধূ-
জুড়ায় চোখ,ভরে বুক,
যেন শীতল বাতাসেরা এসে-
ছুঁয়ে যায় গতর তার বড় ভালোবেসে।

ভাত বেড়ে দেয় কোমল হাতে বধূ,
কৃষাণ মুখে নেয় মধু।
বধূর ভাত ছালুন,গেলাশের জল
যেন সন্দেশ দই চিতই,মৌসুমী ফল।
সেও বসে-
তার পাশেতে,নিয়েছে থালায় ভাত,
কত কথা আছে মনে,
শুনবে মাঠের মানুষ।
ইশারায় তাই কয় প্রিয়া তারে-
থাকো প্রিয় মাঠে,আসুক না ফিরে রাত।

ফেরে বাড়ি বধূ কখন,কৃষাণ তবু মাঠে
বুনে ধান,অঘ্রাণ মাসের
মন পড়ে রয় ছোট্ট ঘরে,-
কখন যাবে খাটে।
সোনার ময়না তার দিবে ঢেলে মধু,
মেটাবে পিয়াস রাতের কালিতে-
বাসবে ভালো তারে বাংলার বধূ।।
২/৩/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।