যদি ঘুমোতে পারো
- আরিফুল হক দ্বীপ
যদি ঘুমোতে পারো নিঃশব্দে-
স্মৃতিগুলো উড়িয়ে দিয়ে হাওয়ায়,
আমি ডাকবো না তোমায়।
জাগাবো না তোমায়,তোমার নতুন স্বপ্নের-
সুর ভেঙে।
ভুলেও কখনো বলবো না-
ভালোবেসো আমায়।
ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াবো না-
কোনদিন চৈত্র্যের মাটির মতো আকাশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।