নিদ্রিত মুঠোফোন
- আরিফুল হক দ্বীপ

না পাই ফোন,
মুঠোফোনে আমার নেমেছে শ্বশান।
বন্ধু,ভাঙবেনা অভিমান?
তবে কাল সকাল?
রোদ আলিঙন করার আগেই
তোমার আহ্বানে মেলবো দুটি চোখ।

আবার সরব হয়ে উঠবে মুঠোফোন,
তোমার হাসিতে;
শৈশবের মতো অস্ফুট আমার শব্দমালায়
তবে কি পত্র পাঠাবে প্রিয়া?
রঙ্গিন খামে বিস্ময় দিতে আমায়,
আমি থাকবো তবে পোস্টঅফিসেতে
বারোটি মাস আশায় আশায়
তোমার চিঠির প্রতীক্ষাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।