রোমাঞ্চ
- আরিফুল হক দ্বীপ

সিঁড়ি বেয়ে কতো উপরে উঠে এলে,
তারপর দেখলে মাথাভর্তি কেবল চুল।
তার ভিতরেও পেলে অনন্ত অরণ্য,
মুখ ডুবিয়ে কাটিয়ে দিলে রাত।
সুন্দর সকালে-
হাওয়া এলো খোলা জানালা গলে,
জমলো মিঠে রোদ-
শীতল নগ্ন পিঠে আমাদের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।