নিমন্ত্রণ
- আরিফুল হক দ্বীপ

এ পথেই তাহার বাড়ী
দু ধারে হিজল ফুল,
তুলবে নিয়ে তোমায় তাহাদের উঠোন।
কার সঙ্গে কথা?
বলো কার চিঠি পেলে-
রঙ্গিন খামেতে কাল?
কি লিখেছিলো,পেয়েছিলে নিমন্ত্রণ।
ঘোমটায় ঢাকা লাজুক মুখ কারো,
কোন্ বালিকা বলো-
নাম কি তাহার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।