অনিশ্চিত যাত্রা
- আরিফুল হক দ্বীপ
নিত্য কাফন দেখে দু চোখ আমার,
মৃত্যুরা করে যায় ইশারা।
পেট্রোলবোমায়-
ঝলসে যাওয়া মানুষের করুণ মুখ,
আমাকে সাজায় নির্বাক মূর্তি যেন।
এই কি আমার সেই দেশ?
সুজলা সুফলা শস্যের ভান্ডার-
ভরে গর্বে বুক।
যার বাতাসে-
প্রাণের স্পন্দন নিঃশ্বাসে নিঃশ্বাসে।
গায়ে তার ছড়িয়ে গেছে আজ,
মহামারী আর্তনাদ,ককটেল আর-
পোড়া লাশের গন্ধ।
কোথায় যাবো?....
চারদিকে ব্যস্ত গোর-খোঁড়েরা,
সবার মতো আমাকেও যেন করতে হবে-
মৃত্যুকে আলিঙন।
২/২/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।