চাকরি পাবে
- আরিফুল হক দ্বীপ

ফ্যন্টাসি কিংডম,নন্দন দেখবেতো?
দেখাবো তোমায়।
নাগরদোলায় চড়বে আর?-
ঘোড়ার গাড়িতে ঘুরবে সমস্ত শহর।
বড় সিনেমা হলে দেখবে নতুন ছবি,
বেশতো তাই হবে-
তারপর করবে চাকরি,পনের দিনেই মাস।
কত টাকা চাও পেতে?
হাজার লক্ষ?
দুলাবে পা,আরাম করে শুবে যাযিমের শয্যায়।
শীঘ্রই তৈরি হও,ছেড়ে দেবে গাড়ী।
...........................................................................
.......
তারপর আসলো কোথায় মালা?
স্বপ্নের শহরে তার,
দু চোখ ভরা স্বপ্ন সহসাই হলো ম্লান।
চাকরি জুটলো বটে,
আরো কিছু বালিকার মতো দাঁড়িয়ে থাকে,
নির্জন গলিতে-
খদ্দেরের আশায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।