তফাৎ
- আরিফুল হক দ্বীপ

খুব ভোরে বৃদ্ধা ভিখারিনী,
ডেকে তুললো কর্তারে-
'চাইরডা টেকা দাও বাবা
তিনদিন ধইরা উপবাস।'
কর্তার মুখ অগ্নি লাল,
ক্রোধে বললো,ওরে থুত্থুরী বুড়ী,
এত সকালে ভাঙালি ঘুম
সর্ সর্ নইলে ধরে ঘাড়,
করবো তোরে বার।'

বৃদ্ধার মেয়ে এসে আবার
ঘুম ভাঙায় কর্তার।
'চাইরডা টেকা দেন স্যার।'
চেহারায় মাধুর্য্য,
যৌবনের প্রাচুর্য-
মেয়েটার গায়।
কর্তা বললো মিষ্টি হেসে,
'এসো এসো নিয়ে যাও
কত তুমি চাও?'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।