মুখোমুখি হবে কবে
- আরিফুল হক দ্বীপ

যখন তুমি ছাদে এসে চুল শুকোতে বসো,
জানলায় আমি চেয়ে দেখি রুপ,
বুকের ক্যনভাসে আঁকি তোমার মুখ।
আহা ফুটলো ফুল স্বর্গের-
এই জমিনেরও টবে।
আর ভাল্ লাগেনা এই মুঠোফোনে আলাপন,
আর জমেনা এই উড়ন্ত ভালোবাসার দুরন্ত কথন।
প্রিয়তমা আমার বলো ওগো-
মুখোমুখি হবে কবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।