দেখলাম তারে
- সৌম্যকান্তি চক্রবর্তী
চেনা অচেনার ভিড়ে,
দেখতে পেলাম তারে -
ইচ্ছা হল বলি কেন
আসোনি তুমি আগে ,
আমার মনের মাঝারে !
কি মিষ্টি স্বভাব তার,
কি শিষ্ট আচরণ -
মনকে সুরভিত করে ,
এমন মধুর বচন ;
যেমন শান্ত , সমাহিত ,
দৃষ্টি তেমনি পুলকিত -
হৃদয় করে আমোদিত !
আমারটি ও এমনি ছিল
আগে !
এখন পান থেকে চুন খসলে
একটুতেই যায় রেগে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।