স্বর্গ পাওয়া
- আরিফুল হক দ্বীপ

চরণে তোমার মেখে আছে ধূলি,
আমি ধুয়ে দিবো প্রিয়া
আর চৈত্র্য খরায় শুষ্ক মৃত্তিকার মতো-
শুষে নিবো সেই অমিয়ধারা।
নাক ছিটকাবোনা,
দ্বিধা করবোনা,
এই হবে আমার স্বর্গ পাওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।