জীবিকা
- আরিফুল হক দ্বীপ

মধ্যরাত থেকে ভোর-
ওভারব্রীজ, নির্জন সরু রাস্তা ধরে
কিংবা
পার্কের অস্পষ্ট আলোতে
তার অপেক্ষা,
যার খুঁজে হন্যে হয়ে আসে
রাতের পুরুষেরা।

শেফালীর ঘরের হাঁড়ি খালি,
মুখে দেবার নেই ভাত
আজই নেমেছে এই জীবিকায়ে
স্বামী তার দেখায় রাস্তা-
গায়ে ময়লা কাপড়,শরীরে বুনো গন্ধ
কেউ তবু দেখে না এসব
চাইযে সবে নারীসুধা,
বক্ষে ঠোঁটে মধুমেলা,
তাই খেয়েদেয়ে
পুরুষ বাঁচালো তারে জুটবে এবার মুখে
নুন মরিচ আর ধোঁয়া ওঠা গরম শাদা ভাত।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।