প্রেমিকার চরণ
- আরিফুল হক দ্বীপ
যদি বলো পা ছুঁলে
দ্বিধা তোমার তাতে
ভুল করলে প্রিয়,অধর-
রাখি স্বর্ণ খনিতে।
চুমুর আগুনে পুড়াই তোমার
রাঙ্গা পদযুগল।
বললে তুমি,আঃ মরি শরমে,
কাঁপে মৃদু মল।
আঙ্গুল যেন তোমার ফুটন্ত বকুল ,
নোখে লাল মাধবীর রং
নয় কারো নিষেধ বারণ,
তোমার চরণে খুঁজবো সমাধি
কেউ বাঁধে নি মায়া-ডোরে
তোমার মতো আদ্যবধি,
ক্ষতি নেই তোমায় ভালোবেসে
হারাই যদি আজ মোর কুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।