তোমাকে চাই
- আরিফুল হক দ্বীপ
যদি বলে কেউ
আমার জন্য স্বর্গ হয়েছে খোলা,
হাজার অপ্সরী
আছে অপেক্ষায় আমার,
পেয়ালায়
অমৃত শূরা,
যদি বলে কেউ কাশ্মীরের উদ্যান,
চন্দ্রিমা রাত
আর বহু ইরানী নারী
আমাকে নিঃস্বার্থে করবে দান
করবো আমি সব প্রত্যাখ্যান,
আমি চাই না স্বর্গ অপ্সরীর
ভালোবাসা,কিংবা কাশ্মীরের
তুষার আবৃত সৌন্দর্য
ইরানী নারী,তাদের দেহভোগের
হর্ষ রোমাঞ্চ চাইনা
আমি কিছুই তার,
শুধু একজন তোমাকে চাই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।