মধুকুঞ্জ
- আরিফুল হক দ্বীপ
তোমার লাল টুকটুকে ওই অধর-সিন্ধু সেঁচে মুক্তো এনে
ফুটেছে আজ মুখে যুদ্ধজয়ের চিহ্ন;
আমাকে তুমি রহস্যঘেরা ওই বিদ্রুপ পারোনি করতে
আর,চামচিকার মতো পুরুষ। দেউলিয়া যতসব কামনার
অগ্নিশ্বাস
করেছি উদ্ধার,প্রবেশ করে ওষ্ঠাধরে-
এখন তোমার পরিপাটি কুঞ্জ, ফুল আসবাবপত্র,ঝাঁড়বাতি
সব
চোখের পুলকতায়;তৃষ্ণা হৃদয়ের আজলা ভরে মিঠে জল
নিমন্ত্রণ তার পাই বিনাবিঘ্নতায়।
ছিলে প্রেমিকা অধরার মতো,দেখে গেছি রূপ মরেছি
ক্ষুধায়,
আজ সঙ্গী আমার বিছানার বধূসেজে,এই মধুকুঞ্জে
হারাই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।