মাধবী চলে যেওনা
- আরিফুল হক দ্বীপ

চলে যেওনাকো মাধবী,মরে যাবো ভিখিরি হয়ে,
মরে যাবো কাল নাগিনীর দংশনে ধমনী,শিরায় বিষ
তার;প্রবাহিত হবে নীল হয়ে যাবো,যেওনাকো মাধবী,-
কোথায় খুঁজবে বলো আশ্রয়?কার বুকেতে উঠেছে গড়ে
কুঞ্জ,গন্ধরাজ ফুলের ঘ্রাণ মনের বারান্দার টবে, তুমি
শীতল হবে কার আকাশের বৃষ্টি পতনে
মুখে,অধরে,বিজলী রাঙ্গা পূত শরীরে।কে ডাকে
তোমারে প্রেমের ইশারায়ে?আমাকে রিক্ত করে কে
তোমায় দেখায় স্বপ্ন, পালঙ্ক পুষ্প বাসরের?জানি আমি
এ আমার নিছক মিথ্যে ধারণা,তুমি অমন নওগো
মালতী,বুকের সিন্ধুকে লুকিয়ে রেখে বলেছিলেতো সেই
জোছনাতে,'প্রেমে রবে অভিমান,কিছু দুঃখ,ব্যথা
ক্ষনিকেই হবে তার অবসান,
তবু তোমাকে ছাড়া এ জীবন অর্থহীন,রুক্ষ মরুভূমি,কন্টক
প্রান্তর অন্ধগুহায় তুমিহীনা বন্ধু।'
আমি তাই আশায় থাকি কোথায় যাবে অভিমানী?
পারনাতো চিতায় পুড়াতে আমায়,আসবে জানি অনুভব
করে হয়তো রাত পোহালেই হৃদয়ে আমার অভিসারে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।