কাগজ হাতে
- আরিফুল হক দ্বীপ
সকালের কাগজ হাতে এক কাপ চায়ের
আশায়, তোমার দুয়ারে নেড়েছি কড়া।
তুমি এলে ছুটে দ্রুত,কাঁপছে ঠোঁট যেন
ভয়ে ফুরিয়ে যায় মুখের কথা, বললে-
অবশেষে বেজেছিলো কাঁকন হাতে,
চিনি নেই ঘরে আজ,দুধও হলো শেষ
বললাম তাতে কী পরানের সুখ পাখি,
মিশিয়ে দিয়ো তোমার ঠোঁট অথবা ডুবিয়ে পুরো
আঙ্গুল,আমি পাবো অবশিষ্ট চায়ের স্বাদ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।