নীলডাঙ্গার নীলঅপ্সরী
- আরিফুল হক দ্বীপ

নীলডাঙ্গার মেয়ে,
দেখেছি নীল শাড়িতে মেঠো আঁইলে পথচলা,
রিনঝিন নূপুর অলস দুপুর
তবু জেগে উঠেছিলো সেই মাঠ,
বাতাসে ওড়া সোনালী ধানের ডগা।
কৃষাণ,বটের তলে রাখালীর বাঁশি আর
প্রকৃতি অন্বেষণে আসা আমি এক কবি,
দেখেছি হরিণী চোখ,মোরগফুল ঠোঁটে
ওই রাঙ্গা হাসি,ভুলে গিয়েছি পথ- এলাম
কোথায়?মর্ত্যেই আছি নাকি স্বর্গসিঁড়িতে?
এমন অপ্সরী কভু দেখবো ভাবিনি হয়তো
তুমিই প্রথম জাগালে তরঙ্গ ভালোবাসার,
নীল আকাশ রাঙ্গা তুমি নীলঅপ্সরীগো-
মেয়ে এই নীলডাঙ্গার।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।