বসন্ত-কাব্য
- আরিফুল হক দ্বীপ

বসন্ত দুয়ারে।
যবে ভোর, শিমুলের ডালে কোকিলে
ডাকে আপনমনে, বধূয়ার
ভাঙ্গে ঘুম,কি কথা তার কানে আসে-
ভেসে আঁচল উড়োতে শাড়ির উদাসীন
পবনে,মেঠোপথে রাঙ্গা পায়,নদীর পাড়ে
বুক মেলে তারে ডাকে জড়াতে অভিসারে।
কুহু কুহু ডাকে,
বধূয়া রাখেনা পেতে মাথা বালিশে
ছুটে চলে-
গেরস্থালি কর্ম ফেলে,
যেখানে মনের মানুষ বুনছে ফসল,
শুনাবে তারে তার হৃদয়ে নিদ্রিত মল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।