আমার গাঁও
- আরিফুল হক দ্বীপ
আমার গাঁয়ের মতো গাঁও,
নাই কোনখানে,
শস্যে ভরা এমন ক্ষেত,
রুপোলি নদীর গায় বাতাসের
এমন দোল
নাই কোনখানে।
সন্ধ্যা নামে পাখিদের ব্যস্ত ডানায়,
ফিরে আসে রোজ-
জামের শাখায়।
এমন সন্ধ্যা দেখিনাকো কোনখানে।
খোলা মাঠে ঘাসের উপর,
খোকাখুকুদের উৎসব মুখর
খেলার বিকেল,
গাঁয়ের বধূরা ব্যস্ত স্নানে
ব্যস্ত মাঠে কিষাণ,
ধানের বানে।
দেখিনাকো এমন কোনখানে।
নূপুর পায়ে উদাসীন কিশোরী
ছেড়ে মাথার চুল,
কি ভাবে বসে
হিজল তলে,
অদূরে রাখাল বাজায় বাঁশরী,
সে কি চায় তারে?
যায়নাকো দেখা এমন কোনখানে।
রাতের আঁধারে
নিশুতির ডাক,চাঁদের প্রভায়
জ্যোৎস্নাপ্লাবিত,বেলী পদ্মফুলের বন
দেখিনাকো এমন কোনখানে।
শিশিরে মলিন পাতা,
স্নিগ্ধতা পায় খুঁজে,ভোরের আলিঙ্গনে
এমন ভোর,
এমন মৃদুমন্দ হাওয়ায় ডুবে
আঁখির পাতা মেলা,
এমন রোদ্রের সকাল,উঠোনে
ছড়ানো সোনালী ধানের পরে
দেখিনাকো কোনখানে।
এমন বকের সারি,পানকৌড়ির মেলা
ঝিলের জলে,
কাকডাকা তন্দ্রাচ্ছন্ন দুপুর-
দেখিনাকো কোনখানে,
আমার গাঁয়ের মতো গাঁও
নাই কোনখানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।