যদি মন চায়
- আরিফুল হক দ্বীপ

যদি মন চায়
ফিরে এসো আবার,
ফিরে এসো আমার এই
দুই চোখের নদীতে।
কষ্টের আগুনে ঝলসে যাওয়া-
বিপন্ন এই হৃদয় বন্দরে।
যদি মন চায়
এসো ভালোবাসতে,
বেঁচে যাই যেন,তোমার আদরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।