প্রভাত ফেরিতে যাই
- আরিফুল হক দ্বীপ

প্রভাত ফেরিতে যাই,
নগ্ন পায়ে শহীদ মিনারে যাই,
চলো প্রভাত ফেরিতে যাই।
দেখো সালাম বরকত ডাকে,
ঘুম চুকে তাই-
এসো প্রভাত ফেরিতে যাই।
বাংলার তরে রক্ত দিয়েছিলো যাঁরা,
ভুলবোনা তাদের ঋণ।
একুশে ফেব্রুয়ারী এসেছে দ্বারে
ফুলে ফুলে সাজাই বেদি।
দলে দলে তাই-
চলো প্রভাত ফেরিতে যাই।।
২১/২/২০১৫(ময়মনসিংহ)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।