চৈতালী মেঘ
- আরিফুল হক দ্বীপ
চৈতালী মেঘ,
আমাকে একটু বৃষ্টি দেবে?
ভিজবো তোমার বারিধারায়
চূর্ণ করবো বুকের পাহাড় চাপা কষ্ট,
মরুময় গ্লানি,
আমাকে একটু বৃষ্টি দেবে?
যেন বেঁচে যাই তার মতো
সে আমায় দিয়ে গেছে দুঃখ,
সহস্র বেদনার নীল,পাঁজরে হাড়ে
জ্বলন্ত আগ্নেয়গিরি বুকের ভেতরে
ঝলসে যায় নিউরন।
চৈতালী মেঘ,
আমাকে একটু বৃষ্টি দেবে?
যেন বেঁচে যাই তার মতো
অনেক সুখে আছে যে অন্য মানুষের
বুকে মাথা রেখে ঘুমায়,
আমার চোখে যে রাতজাগা পাখি,
ঘুম নেই,
অস্বস্তির জনপদ।
চারদিকে শুধু নরকের আয়োজন,
চৈতালী মেঘ,
আমাকে একটু বৃষ্টি দেবে??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।