নারী ও নরপিশাচেরা
- আরিফুল হক দ্বীপ
লন্ঠন জ্বেলে নারী উঠোনে এসে দাঁড়ায়,
কে ডাকে তারে?
কোথাও নেই কেউ,
নড়ে না গাছের পাতা।
পাখিরাও গেছে ঘুমিয়ে মাঝরাতে,
দুধের শিশুটা কেবল ঘরে
ধরফর করছে বুক অজানা আশঙ্কায়,
কে ডাকে তারে??
হঠাৎ পেছন থেকে এসে-
চেপে ধরে তার মুখ নর পিশাচেরা।
নিয়ে গেলো কোন পরিত্যক্ত বাড়িতে
রাতভর-
ছিঁড়েফুঁড়ে খায় নারী মাংস।
তারপরও এই নারী বিষের পেয়ালায়
নিজেকে নীল করলেও
মানুষ বলে কুকুর মরেছে,
জাহান্নামী হবে মাগী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।