প্রকৃতির নিয়ম
- সৌম্যকান্তি চক্রবর্তী
ভাবছি কথা বলব কি না -
তোমার সাথে !
কথায় কথা বাড়ে -
আর বাড়ে অভিমান !
তুমি তো খুব জেদী ,
নিজের কথায় অনড় -
বদলাও না অবস্থান !
কথায় বলে মেয়েমানুষের
বেশী তেজ ভালো না !
আমি সেসব কথায় যাচ্ছি না ,
কিন্তু একতরফা কথা বলা -
আর নদীর স্রোতের
বিপরীতে যাওয়া
খানিক একই না -
তোমাদের আবার পুরুষদের
উপর খুব রাগ !
তো দেখো প্রকৃতির নিয়ম
না পুরুষ বদলাতে পারে
না নারী - তবে
ঐক্যমত্য তো কিছু ব্যাপারে
রাখতেই হয় ! না হলে
জগত তো চলবে না -
সংসারে ভূমিকম্প হবে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।