ওষ্ঠ-ছোঁয়া
- আরিফুল হক দ্বীপ

গেলাশে ছিলো শুধুই জল
মুখে নিলে তুমি,
গলা ভেজালে
আমার হাতে দিয়ে বললে,-
'এবার তুমি তেষ্টা মেটাও।'
চুমুক দিতেই গেলাশে
অবাক হই ভীষণ, সে কি জল?
তোমার ওষ্ঠ ছোঁয়া!
চিনি মেশানো যেন শরবত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।