নাইয়র
- আরিফুল হক দ্বীপ

ফসল নেই,
ধ্বংস করে দিয়ে গেছে বান,শিলাবৃষ্টি
যমদূতেরা,স্বপ্ন নেই-
কৃষকের বুকে হাহাকার।
কৃষাণ বধূ পা ছাড়িয়ে কাঁদে
বসে দাওয়ায়।
কি হবে কি হবে??
আসন্ন বর্ষায় মেয়েকে আনতে যাবেযে
নাইয়র,যৌতুক পেলে ওরা
মুক্তি মেলবে পোড়াকপালীর,
নয়তো কড়িকাঠে ঝরবে কলির জীবন।
কত কষ্ট সয়ে আছে,
দিন গুনছে,
কবে রাখবে পাও বাপের চৌকাঠে।
নিঃশ্বাস ছেড়ে বাঁচবে কিছুদিন,
তা হবে না বুঝি,হৃদয়হীন মানুষের
মতো বিধাতাও যেন কত নিঠুর-
করুণা নেই।

ফসল নেই
স্বপ্ন নেই,
কি হবে কি হবে??
আহাজারি গরীবের ঘরে,
মেয়ে জ্বলে স্বামী-ঘরে।
নাইয়র আনতে যাবে না?
নায়ে করে তারে এই বর্ষায়-
কত আশায়
সোনার মেয়ে চেয়ে আছে পথ,
রঙ্গিন সেজে সেদিন হাসি মুখে...
নাকি শুভ্র কাফনে-
মলিন সেজে ছুটবে হতভাগী
বাপের বাড়ির পথ??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।