জীবনটা যেরকম
- সৌম্যকান্তি চক্রবর্তী
জীবনটা কি বেকারত্বের যন্ত্রণা ?
অনেকেই বলে ,
আমি কিন্তু বলবো না !
জীবনটা কি একলা থাকার বেদনা ?
কেউ কেউ বলে ,
আমি সেটা ও বলছি না !
জীবনটা কি প্রায়ান্ধকার সরণি ?
সকলেই কয় ,
আমি কভু বলিনি !
জীবনটা কি বিরহের মুর্চ্ছনা ?
যে যাই বলুক -
আমার অন্য ভাবনা !
জীবন হল সুখ দুঃখের মিশ্রণ !
দুঃখের পরে সুখের আগমন -
আবার সুখের মাঝে-
দুঃখের প্রত্যাগমন !
জীবন হল আশ্চর্য খেলাঘর !
খেলার পুতুল আমরা অতঃপর -
খেলা শেষ হলে বিদায়ের বারতা !
যেমনটা হয় পূজার শেষে -
বিসর্জনের পথে যাত্রা |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।