প্রার্থনা
- সৌম্যকান্তি চক্রবর্তী
নতুন বছর মিটিয়ে দিক
মনের সকল গ্লানি ..
চাই না আর কোনো বিদ্বেষ
চাই না হানাহানি
চাই না আর অশ্রুকণা ..
চাই না রক্তপাত !
চাই শুধু দয়া আর করুণা
আর সুখের বৃষ্টিপাত !
চাই না আর অকালমৃত্যু
চাই না কোন হত্যা !
শুধু চাই খুশী মনের
সৃষ্টি হে বিধাতা !
আমি চাই এক সচ্ছল পৃথিবী
যেখানে হিংসা নেই , দ্বেষ নেই
আছে কেবল সুখের ছবি !
যেখানে শান্তি আছে ,
স্বস্তির নিশ্বাস আছে ,
সুখের বাতাস আছে,
ভয়হীন পরিবেশে
শৈশব বেড়ে উঠবে
খেলবে হেসে হেসে !
হে ভগবান ছড়িয়ে দাও না
সুখের শান্তিবারি !
গোটা পৃথিবীর মানুষগুলোকে
ভালো করো তাড়াতাড়ি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।