স্টপগ্যাপ
- সৌম্যকান্তি চক্রবর্তী
প্রাইমারি স্কুলে মাষ্টারি করি -
দিই না কোন ন্যাপ !
এস আই অফিস তবু ও দিয়েছে
পোষ্টিং স্টপ গ্যাপ !
এক জায়গায় চাষ -
আর এক জায়গায়
বাস !
দুইটি স্কুলেই ডিউটি
করতে হয় বারোমাস !
যে স্কুলে রোজ যাই -
সেখানেতে সই নাই -
একমাস পরে অন্য-
স্কুলেতে সই করে ,
আসি তাই !
তবু ঠিক আছে -
মন বসে গেছে -
কাজ জমে যায়
তাই-
সমস্যা হল
পথশ্রমেই
প্রাণ করে আই ঢাই -
আট ঘটিকায় -
সকালবেলায়-
বাস ট্রেন ধরে ধরে-
সাড়ে দশটায় স্কুল পৌঁছাই-
অনেক চেষ্টা করে !
ফিরি সন্ধ্যায় -
ঠিক সাতটায় -
অনেক ক্লান্ত হয়ে !
তারপর বসি আপন
ঘরেতে ছন্দ কবিতা নিয়ে -
এই হল সারা দিনের গল্প -
ফুরসত মোর নাই -
তবু ও সাথেতে
খাতা আর পেন -
ছন্দটা যদি পাই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।