নারী কেন ডাকো
- আরিফুল হক দ্বীপ
নারী কেন ডাকো আমারে?
ভোরে বাতাসে তোমার অবাধ্য
চুলের ওড়াওড়ি,
গোলাপী পুষ্পের মতো ওই ঠোঁটের শিল্প,
নারিকেল শাঁসের মতো সফেদ
দাঁতের মধুময় হাসির রুপ,
কাজল চোখ-
নিতম্বের নৃত্য চলনে,হারিয়ে ফেলি দিশা।
কেন এভাবে তুমি ডাকো আমারে?
নারী কেন ডাকো আমারে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।