নিঃশব্দ জলপতন
- আরিফুল হক দ্বীপ
ওই ঠোঁট পুড়ে উষ্ণতায়,
যেন চৈত্র্য মাস
যেন অনন্ত তিয়াস,
বৃষ্টি চাইলে-
অফুরন্ত বৃষ্টি
যেন তার হিম-স্পর্শে
বেঁচে ওঠো,আমার আকাশ কখন
থেকেই গম্ভীর মেঘে আচ্ছন্ন,
শুধু অপেক্ষায়-
তোমার জন্য ঝরতে হলো
তোমার উষর মৃত্তিকায়-
আমার ভালোবাসা,নিঃশব্দ
জল পতন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।