দালাল
- আরিফুল হক দ্বীপ

ভুলিয়ে ভালিয়ে তারে আনলো
নরকপল্লীতে,চৌকিতে বসিয়ে
বিস্ফোরিত চোখে কয় দালাল,-
এই ল মাগী, এডাই তোর নতুন ঘর
দানা পানির অভাব নাই,
কাপড় চোপর মেলা পাবি,
থাক্ থাক্,কোন ছিন্তা নাই।'
দালাল চলে যায়-

মেয়েটা কাঁদতে ভুলে গেছে,
শুধু ভিতর বন্দরে-
নৈশব্দে জ্বলে আগুন।
কুত্তা বলে গাল পারে,
খানকির ছাওয়াল,বেজন্মা
বলে গাল পারে তারে।
যে একদিন কবুল কয়ে,
তুলেছিলো ওরে নিজ কুটিরে,
ভালোবাসার শপথ করেছিলো
সুখের বাসরে,
তার মুখে থুথু ছুঁড়তে ছুঁড়তে
অন্তরের প্রবল ঘৃণায়,
সে শুনতে পেলো হঠাৎ,
দরজায় পড়েছে কড়া-
ঠক্ ঠক্।
খোল্-মাতাল ছোকরার গলা!!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।