আসার কারণ
- সৌম্যকান্তি চক্রবর্তী

যখন ডেকেছে তোমার হৃদয় -
আসতেই হল আমায় !
এসেছি তোমার ভালোবাসায় -
না এলেই কি হয় ?

প্রয়োজন কি এখন ;
কেন প্রদীপ জ্বালো ?
চোখে যখন প্রজ্জ্বলিত
বিশ্বাসের আলো !

বসেছিলাম একলা ঘরে -
করলে তুমি স্মরণ ;
বলতে পারো তোমার কাছে
আসার এটাই কারণ !

মনের কথা শুনি আমি ,
শুনি না কোনো বারণ ;
স্বেচ্ছায় হয়েছে তাই
আমার আগমন !

শুধু তোমার ভালোবাসার টানে
এসেছি তোমার পানে !
হৃদয়ভরা ভালোবাসায়
ভরে দিয়েছ মন !

==================
ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।