পরখ কোরো না
- সৌম্যকান্তি চক্রবর্তী
পরখ কোরো না ভালোবাসায়
ভালোবাসো অতি যতনে !
সামনে থেকেই সরে যাও যদি ,
ছায়া থাকবে না দর্পনে !
সবার সাথে মিশো না প্রিয়া ,
সবাই সমান নয় ,
সাগরের সাথে মিশলে
দেখেছি নদী ও বদলে যায় !
নতুন নতুন জায়গা ;
আর নতুন রীতি নীতি,
আমার সাথে মেলে না কারো;
আমি অন্য পথের সাথী !
প্রেমের গন্ধ সাথে
থাকে আমার সদাই ;
একলা যখন থাকি আমি ,
কভু একলা থাকে না হৃদয় !
======================
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।