অভিমানীর ফোন
- আরিফুল হক দ্বীপ

নির্ঘুম রাত্রে-
হঠাৎ বাজে সেলফোন,
মেঘ ভেঙ্গে উঁকি মারে
আর্শ্বিনের চাঁদ।

কার ফোন?কার ফোন?
শেষ প্রহরে-
অভিমানী কবে ঘুমোল
এই চোখে আমার অনন্ত
সুখের ঘুম না পাড়িয়ে,
তার মধু্ভরা
আলাপনে-
নক্ষত্রের চোখও ঢুলঢুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।