কিশোরী
- আরিফুল হক দ্বীপ
ওগো কিশোরী,
শ্যামল গাঁয়ের মেয়ে,যাওগো কোথা?
এই ভর দুপুরে
মেঠোপথ ধরে?
ওইযে নদীর পাড়ের বাতাস,
দুলায় এসে চুল।
বাজে পায়ে ঝুনঝুন ওই
রূপায় গড়া মল।
আহা শ্রীদেবীর মতো চোখদুটো যেন
কাঁপাকাঁপা ওই লজ্জাবতী দুই ঠোঁট।
তুমি কিশোরী,
নয়তো কারো ঘরণী?
দেবে তোমার মন?
তবে আমি এই ভবঘুরে থেকে-
ছুটি লবো,তোমায় নিয়ে যাবো
বহুদূর,প্রেমের সুখ-বন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।