স্বাধীনতা
- সৌম্যকান্তি চক্রবর্তী

যারা করেছিল দেশের
তরে প্রাণের বলিদান -
আজকের এই পুন্যতিথিতে
জানাই তাদের প্রণাম !
যারা বইয়েছিল শোনিতকনা
জলের স্রোতের মত !
আজকের দিনে স্বাধীন আমরা
তাদের ভুলিনি তো ?
স্বাধীনতার সুখের তরে
ওরা জীবন দিল সঁপে -
ব্যক্তিগত সুখের কথা
ওরা ভাবেনি যে !
ওরা দেশকে মা বলে
দিয়েছিল সম্মান -
তাইতো মায়ের মুক্তির
তরে অক্লেশে দিল প্রাণ !
আজকের দিনে স্বাধীন আমরা
বুঝি কি স্বাধীনতার মানে ?
স্বতন্ত্ৰতা যে কি ;
যে পরাধীন সেই জানে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।