মা ও খুকী
- আরিফুল হক দ্বীপ

নখ কাটে বধূ দাঁড়িয়ে দাওয়ায়,
আঁচল ধরে মার-
ছোট্ট মেয়েটি ডাকে তারে কৌতূহলে,'
মাগো, এমন মুখে আজ কেন তুমি?
সেই সুন্দর হাসি, ভুবন রাঙ্গানো কথামালা,
কোথায় দিলে ছুটি?
বেঁধে দেবে না আজকে মাগো
তোমার মেয়ের মাথায় ঝুঁটি?'
মা তবু তার চুপটি থাকে সজল চক্ষু,
বুঝে না মেয়ে,সাথী তার বিদেশ পথে-
কবে ফিরে সোনা তার,অন্নের লাগি
আজ ছেড়েছে ঘর, বধূ কন্যের মায়া।
'মাগো কাঁদছো কেন?আমিও তবে কাঁদি।'
'বুঝবে না মা কাঁদি কেন,
কেন মন পুড়ে,
যে আমারে সব দিয়েছে,রাতের তারা
চাঁদের আলো, চললো মানুষ পাষন্ডযে
কষ্ট দিয়ে এই ভোরে।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।